দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত ও দুইজন আহত হয়েছেন। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছে।
নিহতরা হলেন- আবুল হোসেন (৪৫) ও তার ছেলে নাজিম হোসেন (১০), রাজু আহমেদ (৩৪), ইসমাইল হোসেন (৩৮) ও মোস্তফা কামাল (৪০)।
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ মিশনের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আফ্রিকা উইং) মো. তরিকুল ইসলাম ইউএনবিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ইসমাইল হোসেনের ভাই মিজানুর রহমান জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার আবদিন থেকে কেপটাউনের ফ্রান্স অ্যাম্বাসির উদ্দেশে যাচ্ছিলেন ইসমাইলসহ সাত প্রবাসী। পথিমধ্যে বাংলাদেশ সময় সকাল ৯টায় একটি চলন্ত লরীর নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।
নিহত আবুল হোসেনের বাবা জামাল উদ্দিন জানান, তার ছেলে ও নাতি দক্ষিণ আফ্রিকায় বিমানবন্দর থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে।
ফেনী পুলিশ সুপার মো. জাকির হাসান জানান, দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ফেনীর পাঁচজন নিহত হওয়ার বিষয়টি জেনেছেন। নিহতদের বাড়িতে গিয়ে খোঁজ-খবর নিচ্ছে পুলিশ।
জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার রাতেই তিনি নিহতদের বাড়িতে গিয়ে খোঁজ-খবর নিয়ে তাদের পরিবারের পাশে দাঁড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন: কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ৩ শিক্ষার্থী নিহত, আহত ১