দিনাজপুরের খানসামায় এক বাড়ির আঙিনার মাটি খুঁড়ে বস্তাবন্দি অবস্থায় অপহৃত এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এঘটনায় জড়িত থাকার অভিযোগে শরিফুল ইসলাম নামে একজন কলেজছাত্রকে আটক করা হয়েছে।
রবিবার রাত ১২ টার দিকে উপজেলার পাকেরহাটে এ ঘটনা ঘটে।
নিহত আরিফুজ্জামান (৮) খানসামার খামারপাড়া ইউনিয়নের কায়েমপুর ডাক্তারপাড়ার আতিউর রহমানের ছেলে এবং স্থানীয় চেহেলগাজী কিন্ডারগার্ডেনের ২য় শ্রেণির শিক্ষার্থী।
আরও পড়ুন: টুকরো করে শিশু হত্যা, অভিযুক্তের বাবা-মা ৩ দিনের রিমান্ডে
স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে মাঠে খেলতে গিয়ে অপহরণের শিকার হয় শিশুটি। মুক্তিপণের টাকা না পেয়ে শিশুটিকে হত্যা করে অপহরণকারী। বিকালে খেলার মাঠ থেকে নিখোঁজের পর তার সন্ধান করছিল স্বজন ও প্রতিবেশিরা। রাত ৮ টার দিকে শিশুর বাবার মোবাইল ফোনে কল দিয়ে মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা দাবি করে অপহরণকারী। এব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করেন শিশুরটির বাবা।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, মোবাইল নম্বরের সূত্র ধরে গোয়ালডিহী বিএম কলেজের কম্পিউটার ট্রেডের ছাত্র শরিফুল ইসলামকে আটক করেন তারা। তার স্বীকারোক্তির ভিত্তিতে রবিবার রাত ১২ টার দিকে পাকেরহাটের একটি চাউল কলের পাশে আব্দুস সালামের বাড়ির আঙিনার মাটি খুড়ে বস্তাবন্দি অবস্থায় অপহৃত শিশু আরিফুজ্জামানের লাশ উদ্ধার করেন তারা। ওই বাড়িতে দিনের বেলা ব্যবহার করত অভিযুক্ত কলেজছাত্র শরিফুল।
ময়নাতদন্তের জন্য সোমবার দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে লাশ পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: সিরাজগঞ্জে শিশু হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন
জয়পুরহাটে বিরোধের জেরে শিশু হত্যা: ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড