দিনাজপুরে সেলফি তোলার সময় চলন্ত ট্রেন থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে চিরিরবন্দরের রেলওয়ে স্টেশন এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে।
নিহত যাত্রী মারুফ (১৮) দিনাজপুরের চিরিরবন্দরের বড় বাউল গ্রামের আনিসুর রহমানের ছেলে।
চিরিরবন্দর রেলওয়ে স্টেশন মাস্টার শহিদুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন: কালীগঞ্জে জলপাই গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি দ্রুত গতিতে গন্তব্যে যাচ্ছিল। ট্রেনটি দিনাজপুরের চিরিরবন্দর স্টেশন এলাকা ক্রস করার মুহূর্তে দরজায় দাঁড়িয়ে মোবাইল ফোনে সেলফি তুলছিল একজন আরোহী। এ সময় পা পিছলে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে মাথায় আঘাত পান তিনি।
তিনি আরও বলেন, তাকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক।
যোগাযোগ করা হলে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, আইনি প্রক্রিয়ার জন্য দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট জিআরপি পুলিশে খবর দিয়েছেন তারা এবং প্রয়োজনীয় ব্যবস্হা নিয়েছে জিআরপি পুলিশ।
তিনি আর জানান, এদিকে ময়না তদন্ত ছাড়াই লাশ নিয়ে গেছেন স্বজনরা।