করোনা মহামারির কারণে দুই বছর বিরতির পর পূর্ণ উদ্যমে ঐতিহ্যবাহী 'মঙ্গল শোভাযাত্রা' বের করে বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ উদযাপনের জন্য প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ‘রমজান মাসে বাংলা নববর্ষ উদযাপনে ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি মানবিক এবং অসাম্প্রদায়িক মূল্যবোধকেও যথাযথভাবে ধারণ করতে হবে। 'ধর্ম যার যার উৎসব সবার' এই বিষয়টিকে মূল প্রতিপাদ্য করে আমাদের বাংলা নববর্ষ উদযাপন করতে হবে।
একইসঙ্গে তিনি মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণের সময় যথাযথ স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানান।
বুধবার বিকেলে চারুকলা অনুষদে নববর্ষ উদযাপনের সার্বিক প্রস্তুতি পরিদর্শনকালে উপাচার্য এ আহ্বান জানান।
আরও পড়ুন: বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রার ইতিহাস: রূপরেখায় অপশক্তির অবসান কামনায় শান্তি মিছিল
এ সময় তিনি আরও বলেন, চারুকলা তার বিশেষ ঐতিহ্যকে কেন্দ্র করে দীর্ঘদিন পরে বেশ প্রাণচাঞ্চল্যরূপে নিজ অবয়বে ফিরে আসছে। মহামারির কারণে গত দুই বছর সীমিত পরিসরে নববর্ষ উদযাপন করতে হয়েছে। এ বছর করোনা পরিস্থিতি শিথিল হওয়ায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে নববর্ষ উদযাপন করা হবে।
রমজান মাসে নববর্ষ উদযাপনের বিষয়ে উপাচার্য বলেন, ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি মানবিক এবং অসাম্প্রদায়িক মূল্যবোধকেও সসম্মানে মনে রাখতে হবে এবং হৃদয়ে ধারণ করতে হবে। ধর্মীয় গোঁড়ামি পরিহার করে অসাম্প্রদায়িক চেতনা নির্ভর নববর্ষ উদযাপন করার আহ্বান জানান।
আরও পড়ুন: এবারও মঙ্গল শোভাযাত্রা হবে না
এর আগে উপাচার্য চারুকলা অনুষদের করিডোরে মঙ্গল শোভাযাত্রার জন্য দু'দিনব্যাপী পোস্টার প্রদর্শনীর উদ্বোধন করেন। চারুকলার প্রাক্তন শিক্ষার্থীদের প্রতিষ্ঠান 'মঙ্গল শোভাযাত্রা গবেষণা ও প্রসার কেন্দ্র'-এর উদ্যোগে ২৬জন শিল্পীর অংশগ্রহণে এক কর্মশালার মাধ্যমে এই পোস্টার প্রদর্শনীর আয়োজন করা হয়।
ভিসির পরিদর্শনকালে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন এবং ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়াসহ অন্যান্য শিক্ষক ও ছাত্ররা উপস্থিত ছিলেন।