স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বাংলাদেশে স্থানীয়ভাবে করোনা টিকা তৈরির প্রচেষ্টায় সহযোগিতা করতে উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
দেশেই স্থানীয়ভাবে করোনা টিকা তৈরির প্রচেষ্টার অগ্রগতি হচ্ছে বলে জানিয়ে তিনি বলেছেন, ‘এখন পর্যন্ত আমরা নানা চেষ্টা করে আন্তর্জাতিক বাজার থেকে ভ্যাকসিন কিনে আমাদের নাগরিকদের সরবরাহ করেছি। কিন্তু এখন আমরা একটি ভ্যাকসিন-সমৃদ্ধ দেশ হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা ইতোমধ্যে প্ল্যান্ট স্থাপনের জন্য কিছু জমি কিনেছি এবং আমেরিকার কয়েকটি কোম্পানির সঙ্গে কিছু সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।’
রবিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে শুক্রবার ইউএনবিকে দেয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী এসব কথা বলেন।
জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশেনে (ইউএনজিএ) যোগ দেয়ার জন্য তিনি নিউইয়র্কে অবস্থান করছেন।
আরও পড়ুন: ৩ অক্টোবর থেকে করোনা টিকার প্রথম ডোজ বন্ধ হতে পারে: স্বাস্থ্যমন্ত্রী
বিভিন্ন দেশের সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে সে বিষয়ে জানতে চাইলে জাহিদ মালেক বলেন, সরকার ভ্যাকসিন উৎপাদন প্রযুক্তির ক্ষেত্রে বিশেষজ্ঞ কিছু আমেরিকান কোম্পানির সঙ্গে চুক্তি করেছে।
এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার থেকে সরকার (জিটুজি’র) ভিত্তিতে এই সহায়তা পাবে।
তিনি বলেন ‘এই বছরের ইউএনজিএ অধিবেশনের সময় স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। কারণ জাতিসংঘের সদস্য দেশগুলো কোভিড-১৯ মহামারি এবং এর পরবর্তী পরিস্থিতির কারণে গত দুই বছর ধরে বৈঠক করতে পারেনি। মহামারি চলাকালীন অর্থনৈতিক ক্ষতি এবং বিভিন্ন দেশের স্বাস্থ্য খাতের দুর্বলতার মতো বিষয়গুলো জাতিসংঘের অধিবেশনে ব্যাপকভাবে আলোচনায় ছিল।’
আরও পড়ুন: স্বাস্থ্যসেবার নামে কোন ব্যবসা চলবে না: স্বাস্থ্যমন্ত্রী
তিনি আরও বলেন, মহামারি চলাকালীন সময়ে ভ্যাকসিন বিতরণ ছিল অসম। গরিব দেশের মানুষের চেয়ে ধনী দেশের মানুষ বেশি টিকা পান। এছাড়া, সমাজের একটি অংশ যদি টিকাপ্রাপ্ত না থাকে, তাহলে যারা টিকা নিয়েছেন তারা আবার কোভিড-১৯ এ আক্রান্ত হবেন। ফলস্বরূপ, এ বছরের জাতিসংঘ অধিবেশনে ভ্যাকসিন ইস্যুটি বিশেষ মনোযোগ পেয়েছে।
সাক্ষাতকারে মন্ত্রী বলেন, জাতিসংঘের অধিবেশনে যোগদানকারী সমস্ত দেশ দ্ব্যর্থহীনভাবে স্বীকার করে যে উন্নয়নশীল দেশগুলোর অবশ্যই ভ্যাকসিন উৎপাদনের জ্ঞান থাকতে হবে।
তিনি বলেন, ‘কোভিড-১৯ পরীক্ষার ওপর জোর দেয়া হয়েছিল। অনেক দেশ অত্যন্ত প্রয়োজনীয় ল্যাবরেটরি টেস্টিং সিস্টেমের অভাবের কারণে তাদের জনগণের জন্য পর্যাপ্ত পরীক্ষার খরচ বহন করতে পারেনি। জাতিসংঘের অধিবেশনে ধনী দেশগুলো অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোকে পরীক্ষার সুবিধা তৈরিতে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে।’
কোভিড-১৯ ব্যবস্থাপনার ক্ষেত্রে অন্যান্য দেশ বাংলাদেশকে কীভাবে দেখছে জানতে চাইলে মন্ত্রী বলেন, প্রাণঘাতী ভাইরাসটিকে কার্যকরভাবে মোকাবিলা করার জন্য বাংলাদেশ প্রশংসিত হয়েছে।
সবশেষে তিনি বলেন, ‘বর্তমানে আমাদের মোট ৯০০ টি কোভিড-১৯ পরীক্ষাগার আছে। যেখানে মানুষ বিনামূল্যে নিজেদের পরীক্ষা করতে পারে। আমরা প্রায় প্রতিটি বয়সের কোটি কোটি মানুষকে টিকা দিয়েছি। ফলে আমাদের মৃত্যুর হার কম ছিল, এবং মহামারির সময় অর্থনৈতিক মন্দার সম্মুখীন হইনি। এসব কারণে জাতিসংঘের অধিবেশনে উপস্থিত অন্যান্য দেশগুলোর প্রশংসা অর্জন করেছে বাংলাদেশ।’
আরও পড়ুন: অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: স্বাস্থ্যমন্ত্রী