অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, বাংলাদেশের অর্থনীতির কোনো খাতেই নিম্নমুখী প্রবৃদ্ধি নেই।
তিনি বলেন, ‘অর্থনীতির হিসাব আপনিও খুব সহজে পাবেন। দেশে কোনো মুদ্রাস্ফীতি নেই এবং বিনিময় হারও স্থিতিশীল আছে। যখন বিশ্বব্যাপী রেমিটেন্স কঠিন সময় পার করেছে তখন আমাদের রেমিটেন্স ১৫ শতাংশ বেড়েছে।’
বৃহস্পতিবার অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পরপর দুটি সভার ফলাফল নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব দাবি করেন অর্থমন্ত্রী। ভার্চুয়ালি অনুষ্ঠিত এ দুই সভায় সভাপতিত্ব করেন তিনি।
আরও পড়ুন: গত ১০ বছরে বাংলাদেশ অভূতপূর্ব উন্নয়ন করেছে: অর্থমন্ত্রী
মোস্তফা কামাল বলেন, দেশের রেভিনিউ জেনারেশন ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং আমদানি ও আইটি খাতেও প্রবৃদ্ধি হয়েছে।
তিনি বলেন, মোট দেশজ উৎপাদনে (জিডিপি) রেমিটেন্স ধরা হয় না। তবে মাথাপিছু আয়ের ক্ষেত্রে এটা হিসাব করা হয়।
অর্থমন্ত্রী বলেন, ‘এগুলো হলো অর্থনীতির ক্ষেত্রে...। যদি এখানে নিম্নমুখী প্রবৃদ্ধি থাকত তাহলে তা দেশের অর্থনীতিতে প্রতিফলিত হতো।’
আরও পড়ুন: আগামী অর্থবছরে মাথাপিছু আয় ৩ হাজার ৬৯ মার্কিন ডলারে পৌঁছাবে: অর্থমন্ত্রী