প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির প্রতি তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে দেশের প্রাণবন্ত সাংস্কৃতিক কর্মকাণ্ড যেমন মেলা, উৎসব প্রতিটি জেলায় ছড়িয়ে দেয়ার ওপর জোর দিয়েছেন।
তিনি বলেন, ‘অতীতে দেশের প্রত্যেক জেলা বা মহকুমায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সহিত্য চর্চা, সাহিত্য সম্মেলন, আলোচনা হোত যে চর্চাটা এখন অনেকটা কমে গেছে। এটাকে আবার একটু চালু করা দরকার।’
মঙ্গলবার বিকেলে রাজধানীতে বইপ্রেমী ও প্রকাশকদের বার্ষিক অনুষ্ঠান অমর একুশে বইমেলা-২০২২ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি বাংলা একাডেমিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়ে দেশের সবচেয়ে বড় বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, এ ধরনের কার্যক্রম আবার চালু করা গেলে অনেক তৃণমূল প্রতিভাবান কবি, শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মী তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে এবং একই সঙ্গে মানুষ তাদের শারীরিক চাহিদাও পূরণ করতে পারবে।