ধর্ষণ মামলায় শেরে বাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) খায়রুল আলমকে জেলহাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার গ্রেপ্তারের পর আদালতে তোলা হলে বিচারক তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্র জানায়, প্রায় এক মাস আগে শেরে বাংলা নগর থানায় একটি অভিযোগ নিয়ে যান এক নারী। কিন্তু তার অভিযোগ সাধারণ ডায়েরি হিসেবে না নিয়ে ব্যক্তিগত ভাবে দেখার আশ্বাস দেন ওই থানার এসআই খায়রুল আলম।ভুক্তভোগীর বিষয়টি পারিবারিকভাবে সমাধান হয়ে গেলেও খায়রুল আলম তার সাথে যোগাযোগ করতে থাকেন। বারবার কল দেয়ায় এক সময় নাম্বার বন্ধ করতে বাধ্য হন ওই নারী। ওই নারীর অভিযোগ, নতুন নাম্বার জোগাড় করে যোগাযোগ করে সোমবার (২৯ আগস্ট) সকালে রাস্তা থেকে তাকে তুলে নিয়ে গুলশানের একটি বাসায় যান। সেখানে তাকে জোর করে ধর্ষণ করেন এসআই খায়রুল আলম। মঙ্গলবার তিনি এ ব্যাপারে গুলশান থানায় একটি মামলা দায়ের করেন।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান ইউএনবিকে জানান, সকালে গুলশান থানায় ভুক্তভোগী নারীই মামলাটি করেন। অভিযুক্ত এসআই খায়রুল আলমকে শেরেবাংলা নগর এলাকা থেকে সকালেই গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আরও পড়ুন: এসপির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সহকর্মীর
সুনামগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ে পুলিশ সদস্যের বিরুদ্ধে কলেজছাত্রীকে ‘ধর্ষণের’ অভিযোগ