নাটোরের সিংড়ায় ধর্ষণচেষ্টা মামলায় এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।
আসামি আব্দুল আজিজ (৫৮) ওই উপজেলার সোয়াইর গ্রামের ইয়াজ উদ্দিনের ছেলে। রায় ঘোষণাকালে আসামি আজিজ পলাতক ছিলেন।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে স্বামী হত্যার ঘটনায় স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড
আদালতের বিশেষ পিপি আনিসুর রহমান জানান,২০১৮ সালে ১৩ মার্চ সিংড়া উপজেলার সোয়াইর গ্রামের স্বামী পরিত্যক্তা ওই ভুক্তভোগীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে প্রতিবেশি ইয়াজ উদ্দিনের ছেলে আব্দুল আজিজ। সে সময় ভুক্তভোগীর চিৎকারে লোকজন ছুটে আসলে আজিজ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী থানায় এজাহার দায়ের করতে গেলে এজাহার নেয়নি পুলিশ। পরে ওই মাসেরই ১৮ তারিখে ভূক্তভূগী তিনজনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী।
এ মামলায় প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ শেষে আজিজকে দশ বছরের সশ্রম কারাদণ্ড দেন এবং অন্য আসামিদের বেকসুর খালাস দেন।
আরও পড়ুন: দোষ স্বীকার করায় কাজী মোহাম্মদ ইব্রাহিমকে কারাদণ্ড