নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় দু’জন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় নগরীর নবাব সিরাজদৌল্লাহ সড়কের কাছে ১ নম্বর রেলগেট এলাকায় লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, যানজটের কারণে আনন্দ পরিবহনের একটি বাস ১০ থেকে ১৫ জন যাত্রী নিয়ে লেভেল ক্রসিংয়ে আটকা পড়ে। এ সময় নারায়ণগঞ্জগামী একটি ট্রেন বাসটিকে ধাক্কা দিয়ে প্রায় এক মিটার দূরে টেনে নিয়ে যায়।
পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায় এবং উদ্ধার কাজ শুরু করে।
এ ঘটনায় ঘটনাস্থল থেকে পুলিশ দুটি লাশ উদ্ধার করেছে বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান।
আহতদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।
ঢাকা-নারায়ণগঞ্জ রেল যোগাযোগ শুরু হয়েছে বলেও জানান ওসি।
এদিকে, হুমায়ুন নামে স্থানীয় এক দোকানি জানিয়েছেন, রেল ক্রসিংয়ের পাশে ভ্রাম্যমাণ দোকান থাকায় রেল গেট নামানো যায় না।
আরও পড়ুন: রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১