নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক বলে জানিয়েছেন নির্বাচনের রিটার্নিং অফিসার।
রবিবার রিটার্নিং অফিসার মাহফুজা আক্তার ইউএনবিকে বলেন, নাসিক নির্বাচনে ভোটারদের উপস্থিতি ভালো। কারণ দুপুর পর্যন্ত ৪০ শতাংশ ভোটার তাদের ভোট দিয়েছেন। দুপুরের পর ভোটার সংখ্যা বেড়েছে।
শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে বলেও জানান তিনি।
এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত কোনো অনাকাঙ্খিত ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিন সকালে মাসদাইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন তৈমুর।
আরও পড়ুন: নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ভোট শুরু
নাসিক নির্বাচনের ভোটগ্রহণ সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে। এর আগে শুক্রবার মধ্যরাতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শেষ হয়।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপির প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারসহ সাতজন প্রার্থী নাসিক নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়াও, ২৭টি ওয়ার্ড কাউন্সিলর পদে ১৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ৩৮ জন প্রার্থী সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এবারের নাসিক নির্বাচনে পাঁচ লাখ ১৭ হাজার ৩৫৭ জন ভোটার রয়েছে।
আরও পড়ুন: সবার নজর নারায়ণগঞ্জে
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন: স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতার মনোনয়নপত্র সংগ্রহ