নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।
সোমবার দুপুরে জেলা নির্বাচন কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তার সঙ্গে বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে আ্যাডভোকেট তৈমুর আলম জানান, নারায়ণগঞ্জের মানুষের দাবির প্রেক্ষিতে কর্তব্য ও দায়িত্ববোধ থেকে তিনি মেয়র পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে দলের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী তিনি পরবর্তী পদক্ষেপ নেবেন।
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান ও আওয়ামী লীগ প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর প্রতি ইঙ্গিত করে বিএনপি নেতা বলেন, ‘নারায়ণগঞ্জে মেয়র ও এমপি মুখোমুখি। তাদের বিরোধের কারণে নারায়ণগঞ্জের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। এটা চলতে পারে না। তাই জনগণের উন্নয়ন করার জন্য আমি মেয়র পদে নির্বাচন করব।’
এ সময় নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণের সিদ্ধান্তের ব্যাপারেও আপত্তি তোলেন তৈমুর।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে এ নিয়ে মেয়র পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনের ভোট ১৬ জানুয়ারি ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এছাড়া মনোনয়নপত্র জমাদানের শেষ সময় ১৫ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২০ ডিসেম্বর ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২৭ ডিসেম্বর।
এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতহীনভাবে এ নির্বাচনের ভোট হবে। ২০১১ সালে গঠনের পর এটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আবারও নৌকা পেলেন আইভী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন ১৬ জানুয়ারি