রবিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুসারে জামিন,অস্থায়ী আদেশ ও অন্যান্য জরুরি বিষয় ছাড়া সকল কার্যক্রম যুক্তিসঙ্গত সময় অবধি স্থগিত থাকবে।
এর আগে গত ১৯ মার্চ নিম্ন আদালতে কারাবন্দি আসামিদের হাজির না করার নির্দেশনা দেয় উচ্চ আদালত।
এদিকে, উচ্চ আদালতে অবকাশকালীন ছুটি চলছে। অবশ্য এ ছুটি ২৮ মার্চ পর্যন্ত চলবে। এরপর ছুটি বাড়ানোর আবেদন জানিয়েছেন আইনজীবীরা।
করোনাভাইরাসের কারণে ‘আদালত বন্ধ হবে কি-না’ সে বিষয়ে পরামর্শ দিতে রবিবার দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সাথে বৈঠক করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
বৈঠক থেকে বের হয়ে মাহবুবে আলম সাংবাদিকদের বলেন,‘এ সংকটময় মুহূর্তে আদালত বন্ধের বিষয়ে প্রধান বিচারপতিকে পরামর্শ দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘নির্বাহী বিভাগ কী কী ব্যবস্থা নিয়েছে- সেগুলো দেখে আদালত বন্ধ হবে কিনা, সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। আগামী ২৬ মার্চের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।’
এদিকে আদালত বন্ধের বিষয়ে সিনিয়র আইনজীবীদের সাথে কথা বলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন।
তিনি বলেন, আমরাও এ মুহূর্তে আদালত বন্ধের পক্ষে। আগামীকাল (সোমবার) প্রধান বিচারপতির সাথে দেখা করে এ বিষয়ে জানাব।
দেশে নতুন করে আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর কথা রবিবার জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য নিশ্চিত করেন।