বাংলাদেশে কানাডার নতুন হাইকমিশনার লিলি নিকোলস বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।
এসময় রাষ্ট্রপতি নতুন হাইকমিশনারকে বলেন, কানাডার সঙ্গে বাংলাদেশ সবসময়ই চমৎকার সম্পর্ক বজায় রেখেছে।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সম্পর্ক সম্প্রসারিত হচ্ছে বলে রাষ্ট্রপতি উল্লেখ করেন।
আরও পড়ুন: হয়রানি ছাড়া ন্যায়বিচার নিশ্চিত করুন: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি আবদুল হামিদ কানাডায় বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত কোটা-মুক্ত বাজার প্রবেশাধিকার নিশ্চিত করতে কানাডার সহযোগিতার কথা স্মরণ করে কানাডাকে দেশের অন্যতম বৃহৎ রপ্তানি গন্তব্য হিসেবে উল্লেখ করেন।
রাষ্ট্রপতি করোনা ভ্যাকসিন এবং অন্যান্য চিকিৎসা সরঞ্জাম দিয়ে সহায়তার জন্য কানাডা সরকারকে ধন্যবাদ জানান।
রাষ্ট্রদূত লিলি নিকোলস রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার ক্ষেত্রে বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করে একে একটি সাহসী পদক্ষেপ এবং মানবিক কাজ হিসেবে অভিহিত করেন।
আরও পড়ুন: সরকারি কাজে স্বচ্ছতা প্রতিষ্ঠার আহ্বান রাষ্ট্রপতির
তিনি রাষ্ট্রপতিকে আরও বলেন, তার দেশ বাংলাদেশের উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা প্রদান অব্যাহত রাখবে। এসময় তার মেয়াদে দুই দেশের মধ্যকার বাণিজ্য আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, সচিব (সংযুক্তি) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।