নড়াইলে দুই মোটরসাইকেল ও একটি ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে অপু বিশ্বাস (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ছয়জন।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ২টার দিকে নড়াইল-খুলনা আঞ্চলিক সড়কের মির্জাপুর-সোনাডাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অপু বিশ্বাস গোবরা পার্বতী বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্র এবং গোবরা গ্রামের নাতু বিশ্বাসের ছেলে।
আহতদের মধ্যে মোটরসাইকেল চালক সাকিবকে (২০) ঢাকায়, নারায়ণ (২৮) ও সুকদেবকে (৫০) উন্নত চিকিৎসার জন্য যশোর ও খুলনায় পাঠানো হয়েছে। এছাড়া ভ্যানচালক ও দুই যাত্রীকে স্বজনেরা খুলনায় নিয়ে গেছেন।
পড়ুন: চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সাকিব ও তার বন্ধু অপু মোটরসাইকেলে করে নড়াইল থেকে সিকিরহাটের দিকে যাচ্ছিল। অপরদিকে যাত্রীবাহী মোটরসাইকেল চালক নারায়ণ বিশ্বাস খুলনার ফুলতলা থেকে নড়াইলের দিকে ফিরছিলেন। মির্জাপুর বাজার পার হয়ে সোনাডাঙ্গা মোড়ে পৌঁছালে বেপরোয়া গতির মোটরসাইকেলটি অপর মোটরসাইকেল ও ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় সাকিবের মোটরসাইকেলের আরোহী অপু বিশ্বাস। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, ‘সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’