পঞ্চগড়ের দেবীগঞ্জে এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় সাবেরুল ইসলাম সাগর (১৬) নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার কালীগঞ্জ মাটিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগরের বাড়ি দেবীগঞ্জ উপজেলার পামুলি ইউনিয়নের খোঁচাবাড়ি কালিচরণ গ্রামে। সে ওই গ্রামের মজিবুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
জানা যায়, সাগর বাংলা ২য় পত্র পরীক্ষা দিতে বাসা থেকে অটোতে করে দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের কালিগঞ্জ এমপি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যাচ্ছিল। এসময় ঢাঙ্গীরহাট-কালীগঞ্জ সড়কের মাটিয়ারপাড়া এলাকায় একটি ছাগলকে বাঁচাতে গিয়ে অটোটি উল্টে যায়। এতে গুরুতর আহত সাবিরুল ইসলামকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৭/৮ জন সহপাঠীসহ সাগর অটোতে করে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল। পথিমধ্যে ঢাঙ্গীরহাট-কালীগঞ্জ সড়কের মাটিয়ার পাড়া এলাকায় পৌঁছলে একটি ছাগল সড়কের ওপর উঠে আসে। এসময় অটোচালক পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটোটি সড়কে উল্টে যায়। স্থানীয়রা সাগরকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক ডা. আফিয়া ফারজান তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, সাগর কালুরহাট কেসি উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
ওসি জানান, লাশের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২