পদ্মা সেতুতে বিশ্বব্যাংক অর্থায়ন না করা প্রসঙ্গ উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, পদ্মা সেতু হচ্ছে বাঙালি জাতিকে অপমান করার প্রতিশোধ।
তিনি বলেন, ‘বিশ্ব ব্যাংক শেখ হাসিনা, শেখ রেহানা, জয়, পুতুল ও ববিসহ গোটা বঙ্গবন্ধুর পরিবারকে অপমান করেছে, অপবাদ দিয়েছে। বাঙালি বীরত্ব এবং সম্মানকে ক্ষুণ্ন করেছে। তাই আমি বলব, পদ্মা সেতু শুধু আমাদের সামর্থ্য এবং সক্ষমতার সেতু নয়, এই সেতু আমাদের অপমানের প্রতিশোধ।’
বুধবার পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই তীরের জেলাগুলোর সংসদ সদস্য,স্থানীয় জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগের নেতাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: পদ্মা সেতু বিদেশি বিনিয়োগকারীদের মনে আস্থা বৃদ্ধি করবে
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে দলের নেতা-কর্মীদের সর্তক থাকার নির্দেশ দিয়ে এসময় ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে অনেক ঘটনা ঘটছে। জানি না চট্টগ্রামের কন্টেইনার ডিপো তারই একটা অংশ কি না।
তিনি বলেন, পদ্মা সেতুর উদ্বোধনকে সামনে রেখে নাশকতা করার ষড়যন্ত্র আছে। ষড়যন্ত্র আছে উদ্বোধনী দিন একটা ঘটনা ঘটানোর জন্য। তারা কিন্তু মরিয়া হয়ে চেষ্টা করবে, আমাদের সাবধান থাকতে হবে। সবাই সতর্ক থাকবেন। যাতে শত্রুরা ভেতরে ঢুকে কোনো অন্তর্ঘাত করতে না পারে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আজকে বিশ্ব ব্যাংক স্বীকার করছে, পদ্মা সেতু প্রকল্প থেকে সরে গিয়ে তারা বড় একটা ভুল করেছে। পদ্মা সেতু নিয়ে অনেকে ষড়যন্ত্র করেছে, এখনো করছে।
আরও পড়ুন: পদ্মা সেতু উদ্বোধনের আনন্দ ম্লান করতে নাশকতা কি না, খতিয়ে দেখা হচ্ছে: তথ্যমন্ত্রী