মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরিডুবির ঘটনায় প্রতিটিতে ৫ সদস্য নিয়ে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহানা আক্তার একটি এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) একটি কমিটি গঠন করেন।
উভয় কমিটিকে ৫ দিনের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ জানান, বাল্কহেডের ধাক্কায় পিকআপ ও কাভার্ডভ্যান নিয়ে 'রজনীগন্ধা' নামের ফেরিটি সকাল ৮টা ১৬ মিনিটের দিকে নদীতে ডুবে যায়।
তিনি বলেন, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
ঘটনার পর স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল বাংলাদেশ নৌবাহিনীর সহায়তায় ২০ জনকে নদী থেকে উদ্ধার করে।
তবে এখনো নিখোঁজ রয়েছেন ফেরির দ্বিতীয় চালক হুমায়ুন কবির (৩৯)।
আরও পড়ুন: পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যানবাহন নিয়ে ফেরিডুবি, চালক নিখোঁজ
বাল্কহেড ধাক্কা দেওয়ায় ফেরিডুবির ঘটনা ঘটেছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী