শুক্রবার দৌলতদিয়া মাছ বাজার থেকে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ৩২ হাজার ৮০০ টাকায় স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছটি কিনে নেন।
মাছটি পাবনার আলোকদিয়া এলাকার জেলে আক্কাছ মোল্লার জালে ধরা পড়ে।
আরও পড়ুন: হাওরে পানি আটকে মাছ শিকার, সুনামগঞ্জে বোরো আবাদে শঙ্কা
তিনি জানান, তারা কয়েকজন বেশ কয়েকদিন ধরে পাবনা অঞ্চল থেকে দৌলতদিয়া এলাকায় মাছ ধরতে অবস্থান করছেন। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার দিবাগত রাতে জাল নিয়ে সহকর্মীদের সাথে বেরিয়ে পড়েন মাছ শিকারে। রাতে হাতে গোনা ছোট ছোট কয়েকটি মাছ শিকার করতে পারেন। তবে রাত শেষে ভোরের দিকে বাহির চর দৌলতদিয়া ফেরি ঘাটের ভাটির দিকে জাল তোলার সময় ঝাকি দিলে বুঝতে পারেন বড় মাছ ধরা পড়েছে। জাল টেনে নৌকায় তুলতেই দেখতে পান বড় এক কাতলা মাছ। সকালেই বিক্রির জন্য দৌলতদিয়া মাছ বাজারে নিয়ে আসেন। এ ধরনের বড় মাছ এর আগেও তিনি আরও কয়েকটি পেয়েছেন বলে জানান। মাঝে মধ্যে এ ধরনের বড় মাছ পেলেই তাদের কয়েকদিনের খরচের টাকা উঠে বেশ লাভ হয়।
আরও পড়ুন: একসাথে মাছ ও মুরগি চাষ করবেন যেভাবে
ক্রেতা ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, শুক্রবার সকাল ৭টার দিকে তিনি দৌলতদিয়া ঘাট টার্মিনাল সংলগ্ন মাছ বাজারে গিয়ে দেখতে পান অন্যান্য মাছের সাথে বড় একটি কাতলা উঠেছে। স্থানীয় আড়তদার বাবু সরদারের আড়তে কাতলাটির ওজন দিয়ে দেখেন প্রায় ২০ কেজি ৫০০ গ্রাম হয়েছে। মাছটি প্রকাশ্যে নিলামে তোলা হলে অন্যান্য ব্যবসায়ীদের সাথে তিনিও অংশ নেন। এক পর্যায়ে সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে কাতলাটি ৩২ হাজার ৮০০ টাকায় কিনে নেন।
তিনি জানান, মাছটি কেনার পরই ঢাকার বিভিন্ন পরিচিত ব্যবসায়ী, কর্তা ব্যক্তিদের সাথে যোগাযোগ করেন। এক ব্যবসায়ী মাছটিকে দ্রুত ঢাকায় পাঠানোর কথা বললে এখন পাঠানোর প্রস্তুতি নেয়া হয়েছে।
আরও পড়ুন: নদী দূষণ: ধলেশ্বরীতে ভেসে উঠছে নানা প্রজাতির মাছ
কত টাকা দরে বিক্রি করলেন জানতে চাইলে তিনি বলেন, ১৬০০ টাকা কেজি দরে কিনেছি বলে জানিয়েছি। এখন দরদাম ঠিক হয়নি। তবে কেনা দামের থেকে কিছুটা বেশি হলেও তিনি দেবেন। অন্তত ১ হাজার ৬৫০ টাকা কেজি দর হলে বিক্রি করবেন। সে হিসেবে মাছটির দাম আসবে প্রায় ৩৩ হাজার ৮০০ টাকা। সেই সাথে যাওয়া আসার খরচও দেবেন।
এর আগে গত বুধবার দিবাগত রাতে পদ্মা-যমুনা নদীর মোহনায় জেলেদের জালে প্রায় ২৯ কেজি ওজনের বাঘাড় মাছ ধরা পড়ে। মাছটি পরদিন বৃহস্পতিবার সকালে দৌলতদিয়া মাছ বাজারে বিক্রির জন্য আনা হলে স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. মাসুদ মোল্লা ২৭ হাজার ৫০০ টাকা দিয়ে কিনে ৩১ হাজার ৯০০ টাকায় বিক্রি করেন। তার আগের দিন গত সোমবার দিবাগত রাতে নদীতে ২৭ কেজি ওজনের আরও একটি কাতলা মাছ জেলেদের জালে ধরা পড়ে। মাছটি পরদিন মঙ্গলবার দৌলতদিয়া মাছ বাজারে তোলা হলে নিলামে ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে ৪৪ হাজার ৫০০ টাকায় কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা।