কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। এ সময় পর্যন্ত ‘বি’ ইউনিটের ভর্তি কার্যক্রম স্থগিত থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্র্তপক্ষ।
বিষয়টি নিশ্চিত করে শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের জানান, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
তদন্ত কমিটির তিন সদস্য হলেন- রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান (আহ্বায়ক), পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. স্বজল চন্দ্র মজুমদার (সদস্য) এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো. এমদাদুল হক (সদস্য সচিব)।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ‘বি’ ইউনিটের অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় ২০৬০৫০ রোলধারী সাজ্জাতুল ইসলাম নামের এক শিক্ষার্থীকে উপস্থিতির তালিকায় অনুপস্থিত দেখানো হয়েছে। তবে ১২ নভেম্বর প্রকাশিত ‘বি’ ইউনিটের ফলাফলে দেখা যায়, ২০৬০৫০ রোল নম্বরধারী সাজ্জাতুল ইসলাম ‘বি’ ইউনিটের (মানবিক) মেধা তালিকায় ১২তম স্থান অধিকার করেছেন।