পাবনার আতাইকুলায় মিছিল করার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৫ জানুয়ারি) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বিকালে মামলা নথিভুক্ত করে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়।
আটকরা হলেন—আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নের দুবলিয়া ক্যাম্প পাড়ার বাসিন্দা ও পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাবেক সভাপতি শাওন রেজা খান, চরতারাপুরের নতুন টাটিপাড়ার বাসিন্দা ও চরতারাপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, শ্রীকোল এলাকার শহিদুল ইসলাম, তপু রায়হান ও শাকিল মৃধা।
আরও পড়ুন: বিশ্বনাথ উপজেলা পরিষদের অপসারিত ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৮টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা আতাইকুলার সাদুল্লাপুর ইউনিয়নের শ্রীকোল বাজার থেকে একটি মশাল মিছিল বের করে, যা শ্রীকোল নতুন সেতু এলাকায় গিয়ে শেষ হয়। এ ঘটনার পর পুলিশ আজ (শনিবার) আতাইকুলা থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে এলাকায় নাশকতা সৃষ্টির চেষ্টা করে। এরপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।