পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বাংলাদেশ পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়ায়।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে রাজধানীর বনানী মডেল স্কুল মাঠ ও হাইকোর্ট মাজার প্রাঙ্গণে শীতার্তদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণকালে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, ‘অসহায় মানুষের শীত কষ্ট লাঘবে আমরা ঢাকায় কম্বল ও শীতবস্ত্র বিতরণ করছি। ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় শীতবস্ত্র বিতরণ করছে পুলিশ। অসহায়দের পাশে দাঁড়াতে পেরে পুলিশ ধন্য।’
তিনি আরও বলেন, ‘কোভিড-১৯ এর সময়ে যখন মারাত্মক মানবিক বিপর্যয় ঘটেছিল, তখন জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে দ্বিধা করেনি পুলিশ। দেশের শান্তিকামী জনগণ সবসময় পুলিশকে সহযোগিতা করেছে।’
এ সময় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বড়দিন ও নববর্ষে নিশ্ছিদ্র নিরাপত্তার আহ্বান আইজিপির
নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে: আইজিপি