সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শুধু একজন প্রতিভাবান অর্থনীতিবিদই ছিলেন না, তিনি একজন প্রখ্যাত লেখকও ছিলেন।
তার কিছু জনপ্রিয় বইয়ের নাম হলো- বাংলাদেশ, এমার্জ অব এ ন্যাশন (১৯৭৮), আমেরিকান রেসপন্স টু বাংলাদেশ (১৯৯৬), অ্যান এজেন্ডা ফর গুড গভর্নেন্স (২০০৭), হিস্ট্রি অব বাংলাদেশ: এ সাবকন্টিনেন্টাল সিভিলাইজেশন (২০১৬), বাংলাদেশ ইন দ্য টুয়েন্টি-ফার্স্ট সেঞ্চুরি: টুয়ার্ডস অ্যান ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি (১৯৯৯) এবং স্মৃতির মণিকোঠায় (২০১৪)।
তার পাঁচটি বই বাংলাদেশের অন্যতম প্রকাশনা প্রতিষ্ঠান দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) থেকে প্রকাশিত হয়েছে।
আরও পড়ুন: মুহিতের মৃত্যুতে ভারতীয় হাইকমিশনের শোক
ইউপিএলের মালিক মাহরুখ মহিউদ্দিন বলেন, মুহিত সব সময়ই গবেষণা কাজে আগ্রহী ছিলেন।
তিনি আরও বলেন, ‘ব্যস্ততার মধ্যেও তিনি (মুহিত) সক্রিয়ভাবে গবেষণার কাজে নিয়োজিত ছিলেন। সম্পাদকদের যদি তার পাণ্ডুলিপির বিষয়ে কোনো পরামর্শ থাকতো, মুহিত তাদের স্বাগত জানাতেন।’
মাহরুখ আরও বলেন, ‘আমার বাবা মহিউদ্দিন আহমেদ, যিনি তার (মুহিতের)বই প্রকাশ করেছিলেন; তিনি আমাকে বলেছিলেন তিনি মাঝে মাঝে মুহিতের পাণ্ডুলিপি ফেরত দিতেন। কিন্তু তিনি (মুহিত) কখনও অসন্তুষ্ট হননি।’
আরও পড়ুন: মুহিতের মৃত্যুতে অর্থমন্ত্রীর শোক