সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের প্রথম ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রামের বাজারে ঢিমেতালে চলছে লেনদেন। এই সময়ে ঢাকায় সূচক বাড়লেও চট্টগ্রাম আছে নিরপেক্ষ অবস্থানে।
রবিবার (২৫ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৩ পয়েন্ট। বাকি দুই সূচকের মধ্যে শরিয়াভিত্তিক সূচক ডিএসইএস ৩ এবং বাছাইকৃত ব্লু-চিপ শেয়ারের সূচক বেড়েছে ১ পয়েন্ট।
লেনদেনে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৭টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৮টি কোম্পানির শেয়ারের দাম। প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ৭৫ কোটি টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচকের উত্থান দশমিকের ঘরে।
লেনদেন হওয়া ৬২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৮টির, কমেছে ২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টি কোম্পানির শেয়ারের দাম। সিএসইতে প্রথম ঘণ্টায় মোট লেনদেন ১ কোটি টাকা ছাড়িয়ে গেছে।