সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার ইয়েমেন শাখার হাতে অপহৃত জাতিসংঘের বাংলাদেশি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) একেএম সুফিউল আনাম বৃহস্পতিবার (১০ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুফিউল আনাম তার পরিবারের সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করেন।
এ সময় সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল টিএম জোবায়ের এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ উপস্থিত ছিলেন।
আল-কায়েদার হাতে ১৮ মাস বন্দী থাকার পর, প্রধানমন্ত্রীর নির্দেশে এনএসআই সুফিউল আনামকে উদ্ধার করে।
এর আগে বুধবার (৯ আগস্ট) বিকালে সুফিউল আনাম দেশে ফেরেন।
আরও পড়ুন: ইয়েমেনে হুতিদের হাতে আটক ৫ বাংলাদেশি শিগগিরই ফিরছেন