মৃত্যুর জন্য প্রেমিকা ও প্রেমিকার মাকে দায়ী করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জে এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
নিহত নাঈম হোসেন (২২) উপজেলার রূদ্রপুর পশ্চিমপাড়া গ্রামে গ্রামের শামসুল ইসলামের ছেলে ও স্থানীয় লক্ষীকোলা বেগম নুরুন্নাহার তর্কবাগিশ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।
আত্মহত্যার কিছুক্ষণ আগে তার মৃত্যুর জন্য প্রেমিকা অনন্যা ও প্রেমিকার মাকে দায়ী করে ফেসবুকে প্রেমিকার ছবিসহ একটি পোস্ট শেয়ার করে নাঈম।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে নাঈম খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান। এরপর শুক্রবার সকালে বাড়ির লোকজন তার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
তিনি আরও জানান, একই গ্রামের অনন্যা নামে একটি মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক থাকলেও কয়েক মাস আগে সম্পর্ক ভেঙে যাওয়ার কারণে সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ফেসবুকে দেয়া স্ট্যাটাসটি নাঈম নাকি অন্য কেউ দিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। সেইসঙ্গে ঘটনার প্রকৃত রহস্যও তদন্তের মাধ্যমে উদঘাটন করা হবে বলে উল্লেখ করেন ওসি।
এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
আরও পড়ুন: রুমমেটের ফেসবুক পোস্টে মানসিক চাপে কুবি ছাত্রীর আত্মহত্যাচেষ্টা
পাঁচ তারকা হোটেলে খেতে গিয়ে ২০তলা থেকে লাফ দিয়ে যুবকের আত্মহত্যা