এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মুনিরুজ্জামান এই কর্নারের উদ্বোধন করেন।
আরও পড়ুন: বঙ্গবন্ধু কর্নারের বই কেনায় জালিয়াতি: স্বাধীন তদন্তের নির্দেশ
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মুজিব কর্নারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও আদর্শ নিয়ে লেখা বই, ছবি, নথি এবং ভিডিও রাখা আছে।
এখান থেকে বিশ্ববিদ্যালয়েরি বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর জীবন, সংগ্রাম ও আদর্শ সম্পর্কে জানতে পারবেন।
আরও পড়ুন: স্কুলে বঙ্গবন্ধু কর্নার স্থাপনে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, ডিনস, চেয়ারম্যান এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: মুজিব বর্ষ: পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন