সোমবার দুপুরের আসামিদের উপস্থিতিতে বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মতিউর রহমান এ রায় ঘোষণা করেন।
একই সাথে রায়ে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
সাজাপ্রাপ্তরা হলেন- ফরিদ মৃধা, শহিদুল ইসলাম, মহসীন মোল্লা ও নাহিদ মোল্লা। তাদের বাড়ি ফরিদপুরের সদরপুরসহ জেলার বিভিন্ন এলাকায়।
মামলার বিবরণ দিয়ে স্পেশাল ট্রাইব্যুনাল পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী বাবু মৃধা জানান, ২০১৬ সালের এপ্রিলে ময়মনসিংহের বিস্ফোরক মামলার পলাতক আসামি নাহিদ মোল্লাকে ভাঙাবাজার থেকে ওই বছরের ২৬ আগস্ট আটক করে পুলিশ। পরে তার দেয়া তথ্যে ফরিদপুর জেলা পুলিশ জেলার সদরপুর উপজেলার আলমনগর এলাকার ফরিদ মৃধার বাড়িতে অভিযান চালিয়ে ফরিদসহ বাকিদেরকে আটক করে।
এ সময় তাদের কাছে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, ১২টি হাত বোমা ও বেশ কিছু বোমা তৈরির বিস্ফোরক উদ্ধার করা হয়।
এ ঘটনায় ওই দিনই সদরপুর থানার ওসি তদন্ত আলীমুজ্জামান বাদী হয়ে বিস্ফোরক আইনে চারজনকে আসামি করে মামলা করে। দীর্ঘ শুনানি শেষে আদালত এই রায় ঘোষণা করেন।