ফের মেয়াদ বাড়ল ভাড়ায় চালিত (রেন্টাল) চার বিদ্যুৎকেন্দ্রের। এ ব্যাপারে অনুমোদন দিয়েছে সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অনুপস্থিতিতে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এই বৈঠকটি হয়।
কর্মকর্তারা বলছে, ভাড়া করা বিদ্যুৎ কেন্দ্রগুলো হলো- একর্ন ইনফ্রাসট্রাকচার সার্ভিস লিমিটেডের চট্টগ্রামের জুলডার ১০০ মেগওয়াট বিদ্যুৎ কেন্দ্র, নর্দান পাওয়ার সলুশনস লিমিটেডের রাজশাহীর ৫০ মেগাওয়াট কাটাখালি পাওয়ার প্ল্যান্ট, পাওয়ার প্যাক মুতিয়ারা কেরানীগঞ্জ পাওয়ার প্ল্যান্ট লিমিটেডের ১০০ মেগাওয়াট কেরানীগঞ্জ পাওয়ার প্ল্যান্ট, সিনহুয়া পাওয়ার জেনারেশেন কোম্পানি লিমিটেডের চাঁপাইনবাবগঞ্জে ৫০ মেগাওয়াট আমনুয়ারা পাওয়ার প্ল্যান্ট।
আরও পড়ুন: রামপাল বিদ্যুৎকেন্দ্র: সেপ্টেম্বরে শেখ হাসিনা-নরেন্দ্র মোদির যৌথভাবে ১ম ইউনিট সম্পন্নের ঘোষণা
তারা বলছে, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ভাড়ায় চালিত চারটি বিদ্যুৎ কেন্দ্র থেকে আগামী দুই বছর বিদ্যুৎ ক্রয় করবে।
বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেন, বিদ্যুৎ নিলে টাকা দেয়া হবে, না নিলে টাকা দেয়া হবে না, এমন নতুন নিয়ম শর্তের ভিত্তিতে চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে।
তিনি আরও জানান, নতুন শর্তানুযায়ী বিদ্যুৎ ক্রয়ে নতুন শুল্ক আরোপ করা হবে।
তিনি আরও বলেন, ভাড়ায় চালিত কেন্দ্রের কর্তৃপক্ষকে কেবল জ্বালানি খরচ ও নূন্যতম পরিচালন এবং রক্ষণাবেক্ষণ ব্যয় প্রদান করা হবে।
আরও পড়ুন: বিদ্যুৎ সঞ্চালন লাইন সংযোগ নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা চলছে: মোদি
যৌথভাবে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ইউনিট ১- এর কাজ সম্পন্নের ঘোষণা হাসিনা-মোদির