বগুড়ার আদমদীঘির একটি মুদি দোকান থেকে ৬৫ বস্তা সার জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার ছাতিয়ান গ্রাম ইউপির অন্তাহার গ্রামের ‘স্বপন স্টোর’ নামের একটি দোকানে অভিযান চালিয়ে এ সার জব্দ করা হয়।
জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায় সার মজুদের অভিযোগে ওই দোকানের মালিক স্বপন হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারি উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, আদমদীঘির অন্তাহার গ্রামের ভেতর স্বপন স্টোর নামের একটি দোকানে বিপুল পরিমাণ সার অবৈধভাবে মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী রায়ের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ২৫ বস্তা ডিএপি সার, ২০ বস্তা এমওপি সার ও ২০ বস্তা ইউরিয়া সারসহ মোট ৬৫ বস্তা সার জব্দ করেন।
এসময় অবৈধ ভাবে সার রাখার অপরাধে স্টোরের মালিক স্বপন হোসেনের ৩০ হাজার টাকা জরিমানা এবং জব্দ করা সার এলাকার দায়িত্বে থাকা উপ-সহকারি কৃষি কর্মকর্তার উপস্থিতিতে ন্যায্য মূল্যে গ্রামের কৃষকদের মাঝে বিক্রির নির্দেশ দেয়া হয়।
আরও পড়ুন: মজুদ ১৭ হাজার বস্তা রাসায়নিক সার জব্দ, বগুড়ায় গুদাম সিলগালা