এক টুইট বার্তায় মোদি বলেন, ‘মানবাধিকার ও স্বাধীনতার রক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে তার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা। সকল ভারতীয় নাগরিকের কাছেও তিনি একজন বীর হিসেবে গণ্য হন। এই মাসের শেষের দিকে ঐতিহাসিক মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ সফর করতে পারা আমার জন্য সম্মানের বিষয়।’
বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকী এবং বঙ্গবন্ধুর ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরে ভারত বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স অনুদান দেবেন।
মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সাথে সাক্ষাতকালে ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী জানিয়েছেন, সিলেটও চারটি অ্যাম্বুলেন্স পাবে।
আরও পড়ুন: মিয়ানমারে গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখার আহ্বান মোদি-বাইডেনের
মোদি টুঙ্গিপাড়া সফর করতে পারেন ২৬ মার্চ
হাসিনা-মোদি শীর্ষ বৈঠক ২৭ মার্চ হতে পারে