প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৭২ সালে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া আদর্শিক ভাষণ অনুযায়ী বাংলাদেশ পরিচালিত হবে।
তিনি বলেন, ‘জাতির পিতা ১৯৭২ সালের ১০ জানুয়ারি তার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে দেশ পরিচালনার জন্য নীতি-নির্ধারণীমূলক ভাষণ ও আদর্শিক নির্দেশনা প্রদান করেন। সেই আদর্শ নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে; এটা দিয়েই দেশকে এগিয়ে নিতে হবে। যাই হোক না কেন বাংলাদেশের উন্নয়নের গতি যেন ব্যাহত না হয়।’
মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন।
আরও পড়ুন: উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
তিনি বলেন, ‘জনগণের ভোটে আওয়ামী লীগ টানা তিনবার ক্ষমতায় রয়েছে। ‘আমরা যদি জনগণের দ্বারা নির্বাচিত না হতাম তবে আমরা টানা তিন মেয়াদে ক্ষমতায় আসতে পারতাম না। ১৩ বছর পূর্ণও করতে পারতাম না। এটাই বাস্তবতা, এই বাস্তবতা স্বীকার করতেই হবে।’