গত ৪ এপ্রিল পুড়ে যাওয়া বঙ্গবাজার মার্কেটের ব্যবসায়ী ও দোকান মালিকরা আগামী শনিবার (৮ এপ্রিল) থেকে সাইট ও সংলগ্ন এলাকায় অস্থায়ীভাবে তাদের ব্যবসা শুরু করতে পারবেন, যাতে তারা কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে পারেন।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন শেষে দোকান মালিক সমিতিকে এ নির্দেশনা দেন।
এসময় সালমান এফ রহমান বিভিন্ন ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির নেতাদের নিয়ে বঙ্গবাজার মার্কেট পরিদর্শন করেন। এসময় তিনি মার্কেটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গেও মতবিনিময় করেন।
গত মঙ্গলবার ঢাকা শহরের অন্যতম শপিং এলাকা বঙ্গবাজার কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন সাংবাদিকদের বলেন, সালমান এফ রহমান বঙ্গবাজার ছেড়ে যাওয়ার পর তাকে ফোন করেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা তখন তাকে ফোনে বলেন, আগামীকাল (শুক্রবার) পোড়া এলাকা পরিষ্কার করা হবে এবং শনিবার থেকে ব্যবসায়ীরা সেখানে অস্থায়ীভাবে কার্যক্রম চালাতে পারবেন।
আরও পড়ুন: ব্যবসায় টিকে থাকতে সুদমুক্ত ঋণ চান বঙ্গবাজারের ব্যবসায়ীরা
বাজার পরিদর্শনকালে রহমান আরও বলেন, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, যিনি এ ঘটনায় গভীরভাবে শোকাহত।
তাকে উদ্ধৃত করে বলা হয়েছে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তার তহবিল থেকে সহায়তা দিতে চান। এছাড়াও, সারাদেশ থেকে অনেক লোক সাহায্য করতে চায়।”
তিনি আরও বলেন, ‘এজন্য, দোকান মালিক সমিতিকে এখানকার ব্যবসায়ী সংস্থার সঙ্গে একটি যৌথ অ্যাকাউন্ট খুলতে বলা হয়েছে।’
আর্থিক সহায়তা পেতে বাজার কমিটিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করে আগামী রবিবারের মধ্যে সিটি করপোরেশনে জমা দেওয়ার আহ্বান জানান তিনি।
রহমান আরও বলেন, বঙ্গবাজার মার্কেটের কয়েকজন ব্যবসায়ীর করা আগের মামলা প্রত্যাহার হলে সেখানে নতুন মার্কেট নির্মাণে সরকারের আগের পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, কয়েক বছর আগে বাজারটি পুড়ে গেলে সরকার সেখানে নতুন ভবন নির্মাণ করতে চেয়েছিল। কিন্তু একাংশ ব্যবসায়ী তা চাননি এবং মামলা করেছেন। সেই মামলা প্রত্যাহার করা হলে আগের সরকারি পরিকল্পনা অনুযায়ী বাজার পুনর্গঠন করা হবে।
আরও পড়ুন: বঙ্গবাজারে অগ্নিকাণ্ড: ৭০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি দোকান মালিক সমিতির