প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার কার্যালয়ে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের বৈঠকের পর দুই দেশের মধ্যে সমঝোতা স্মারকগুলো সই হয়।
ছয়টির মধ্যে একটি হলো বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে যুব উন্নয়কে আরও শক্তিশালীকরণের জন্য সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ)। বাকি পাঁচটি সমঝোতা স্মারক নবায়ন করা হয়।
যুব উন্নয়ন বিষয়ক সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও শ্রীলঙ্কার পক্ষে দেশটির রুরাল হাউজিং অ্যান্ড কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ম্যাটেরিয়াল ইন্ডাস্ট্রিজ বিষয়ক প্রতিমন্ত্রী ইন্দিকা আনুরুদ্ধ সই করেন।
আরও পড়ুন: বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিপক্ষীয় বৈঠক শুরু
বাংলাদেশের সাথে সম্পর্ক শক্তিশালী করতে চান রাজাপাকসে
এছাড়া নবায়ন করা বাকি পাঁচটি সমঝোতা স্মারক হলো সাংস্কৃতিক বিনিময়, কৃষি উন্নয়ন নীতি, কারিগরি দক্ষতা উন্নয়ন, নার্স ও স্বাস্থ্য সেবা প্রশিক্ষণ সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্যাটেজিক স্ট্যাডিজ ও শ্রীলঙ্কার লোকমার কাদিরগামার ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশন অ্যান্ড স্ট্যাটিজিক স্ট্যাডিজের মধ্যে সমঝোতা।
বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্স কাউন্সিল (বিএআরসি) এবং শ্রীলঙ্কার কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্স পলিসির (এসএলসিএআরপি) মধ্যে সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে সই করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এবং শ্রীলঙ্কার পক্ষে সই করেন বাটিক, হ্যান্ডলুম ফেব্রিক অ্যান্ড লোকাল অ্যাপারেল প্রোডাক্টস বিষয়ক প্রতিমন্ত্রী দায়াসিরি জায়াসেকারা।
কারিগরি সহযোগিতা বিনিময়ে বাংলাদেশের ডাইরেকটোরেট অব টেকনিক্যাল এডুকেশন (ডিটিএ) এবং শ্রীলঙ্কার টারশিয়ারি অ্যান্ড ভোকেশনাল এডুকেশন কমিশনের (টিভিইসি) সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে সই করেন শিক্ষামন্ত্রী দীপু মনি ও শ্রীলঙ্কার পক্ষে দেশটির শিক্ষামন্ত্রী জিএল পিরিস।
শ্রীলঙ্কায় বাংলাদেশি নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণে সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে সই করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক ও শ্রীলঙ্কার পক্ষে মানি অ্যান্ড ক্যাপিটাল মার্কেট অ্যান্ড স্টেট এন্টারপ্রাইজ রিফর্মস বিষয়ক প্রতিমন্ত্রী আজিথ নিওয়ারড কাবরাল।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ এবং শ্রীলঙ্কার লক্ষ্মণ কাদিরগামার ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশন্স অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজের সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং শ্রীলঙ্কার পক্ষে তাদের আঞ্চলিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী তারক বালসুরিয়া সই করেন।
এছাড়া সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ ও শ্রীলঙ্কা সরকার। এতে বাংলাদেশের পক্ষে সংস্কৃতি বিষয়ক সচিব এম বদরুল আরেফিন এবং শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সচিব গামিনি সেদারা সেনারাথ সই করেন।
আরও পড়ুন: বাধা-বিপত্তি সত্ত্বেও হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নতি অব্যাহত রয়েছে: রাজাপাকসে
এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাইগার গেইটে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
দ্বিপক্ষীয় বৈঠক শুরুর আগে দুই সরকারপ্রধানের মধ্যে একান্ত বৈঠক হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে অংশ নিতে শুক্রবার সকালে দু'দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী।