বাংলাদেশ ও ভারতের সম্পর্ক রক্তের অক্ষরে লেখা, এ সম্পর্ক অবিচ্ছেদ্য। অন্য কোন দেশের সঙ্গে সম্পর্কের ফলে এই সম্পর্কে কোন প্রভাব পড়বে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে শহীদ শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে এবং সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, চীনের পররাষ্ট্রমন্ত্রীর সফরে কিছু চুক্তি হয়েছে এবং চীনের উন্নয়ন পাটর্নার করার একটা প্রস্তাবও তারা দিয়েছে, এতে করে ভারতের সাথে সম্পর্কের কোন প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ভারত বাংলাদেশের সম্পর্ক রক্তের অক্ষরে লেখা। ভারত সরকার ও জনগণ আমাদের মুক্তিযুদ্ধে যে সহায়তা করেছে সেটা বাংলাদেশ যতোদিন থাকবে, ততোদিন রক্তের অক্ষরে লেখা থাকবে। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক যে উচ্চতায়। সে সম্পর্কের সঙ্গে অন্য কারো সম্পর্কের তুলনা হয়না।
মন্ত্রী বলেন, চীন আমাদের বন্ধুপ্রতীম দেশ ও উন্নয়ন সহযোগী। আমাদের অনেক উন্নয়ন কর্মকাণ্ডে তাদের সহায়তা আছে। আমাদের দেশে তাদের কর্মচারী-কর্মকর্তারা কাজ করছেন। বন্ধুপ্রতীম দেশ হিসেবে চীন যেকোন প্রস্তাব দিতে পারে। আমাদের পররাষ্ট্রনীতি হচ্ছে, কারও সঙ্গে বৈরিতা নয়, সবার সঙ্গে বন্ধুত্ব। আমি কখনো মনে করি না রক্তের অক্ষরে লেখা সম্পর্কে অন্যকোন দেশের সঙ্গে সম্পর্কের ফলে প্রভাব পড়বে। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অবিচ্ছেদ্য।
আরও পড়ুন: বিশ্বের অনেক দেশের চেয়ে বাংলাদেশে মূল্যস্ফীতি কম: তথ্যমন্ত্রী
মহামারি ও অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে পৃথিবী দ্রুত পুরনো রূপে ফিরবে, আশা তথ্যমন্ত্রীর