ফিনল্যান্ডের ব্যবসায়িক কোম্পানিগুলোকে বাংলাদেশে ব্যবসার ‘আকর্ষণীয়’ বিভিন্ন সুবিধা থেকে উপকৃত হওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা।
মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত রিতভা কোক্কু-রন্ডে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.শাহরিয়ার আলমের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় তারা দুই দেশের মধ্যকার সম্ভাব্য অর্থনৈতিক সম্পৃক্ততা নিয়ে আলোচনা করেন।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা (ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত ও বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী) উভয়েই বাংলাদেশ ও ফিনল্যান্ডের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। বিশেষত ব্যবসা ও বিনিয়োগ, জলবায়ু পদক্ষেপ, এসডিজি, অভিবাসন ও গতিশীলতা, শিক্ষা ও গবেষণা, নবায়নযোগ্য জ্বালানি এবং ডিজিটাল সহযোগিতার ক্ষেত্রে সম্পর্ক সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করেন তারা।
এ সময় দুই পক্ষই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং এর প্রভাবসহ আঞ্চলিক ও বহুপক্ষীয় বিষয়েও মতবিনিময় করে।
আরও পড়ুন: আমরা শুধু চাই জনগণের অবাধ অংশগ্রহণে নির্বাচন হোক: মার্কিন রাষ্ট্রদূত
অভিবাসন ও গতিশীলতার ক্ষেত্রে বাংলাদেশের একসঙ্গে কাজ করার ইচ্ছার বিষয়েও তিনি রাষ্ট্রদূতকে জানান।
ফিনিশ রাষ্ট্রদূত ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়া এবং তাদের টেকসই জীবিকা ও শিক্ষা প্রদানের মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন।
তিনি শান্তিরক্ষা ও শান্তি বিনির্মাণে বাংলাদেশের সুপরিচিত ভূমিকারও প্রশংসা করেন।
রাষ্ট্রদূত স্মার্ট সিটি ও স্মার্ট বন্দর নির্মাণের ক্ষেত্রে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশের সঙ্গে ফিনল্যান্ডের জ্বালানি কোম্পানিগুলোর সহযোগিতা সম্পর্ক তৈরির করার আগ্রহের কথাও জানান।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বাংলাদেশের প্রার্থীতার প্রতি ফিনল্যান্ডের সমর্থন কামনা করেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী দুই দেশের মধ্যে উচ্চশিক্ষা, দক্ষতা বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ খাতে সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে আরও সহযোগিতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
উচ্চশিক্ষা গ্রহণের জন্য ফিনল্যান্ডে যাওয়ার লক্ষ্যে শিক্ষার্থীদের ভিসা সংক্রান্ত জটিলতার বিষয়টিও তারা আলোচনা করেন।
রাষ্ট্রদূত উচ্চশিক্ষা খাতে আরও সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেন এবং শিগগিরই ভিসা জটিলতা কমানোর আশ্বাস দেন। দুই পক্ষই দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক গতি অব্যাহত রাখার বিষয়ে তাদের ইচ্ছা প্রকাশ করেছেন।
রাষ্ট্রদূত বর্তমানে বাংলাদেশে একটি দ্বিপক্ষীয় সফরে এসেছেন। সফরকালীন তার বাণিজ্যমন্ত্রী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।
আরও পড়ুন: নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা করতে আগ্রহী ফিনল্যান্ড