বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত হাজনাহ মো. হাশিম বলেছেন, ঢাকা ও কুয়ালালামপুর শিগগিরই দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর করবে বলে তিনি আশাবাদী।
কসমস ফাউন্ডেশনের ‘বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক: ভবিষ্যতের পূর্বাভাস’ শীর্ষক ভার্চুয়াল সংলাপে তার মূল বক্তব্য দেয়ার সময় রাষ্ট্রদূত আরও বলেন, বাণিজ্য ও বিনিয়োগ দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করতে পারে।
রাষ্ট্রদূত বলেন, এফটিএ ছাড়াও ভবিষ্যতের সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো ‘অবশ্যই ডিজিটাল অর্থনীতির ক্ষেত্রের’ সঙ্গে সম্পৃক্ত।
তিনি বলেন, দুই দেশের জন্য এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো বাণিজ্য ও বিনিয়োগের মতো ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ানো; কারণ তা পরবর্তী দশক বা তারও বেশি সময়ে সম্পর্কের প্রকৃতি নির্ধারণ করতে পারে। এ বিষয়ে আমি আবারও আশা করি যে মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে একটি এফটিএ স্বাক্ষরিত হবে।
কসমস গ্রুপের জনহিতকর শাখা কসমস ফাউন্ডেশন আয়োজিত এই সংলাপটি বৃহস্পতিবার সন্ধ্যায় প্রিমিয়ার হয়।
এতে উদ্বোধনী বক্তব্য রাখেন কসমস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাহার খান।
আরও পড়ুন: রোহিঙ্গা ইস্যুতে মালয়েশিয়ার ভূমিকার প্রশংসা বক্তাদের