বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার শতকরা ৫৯ দশমিক ৮১ শতাংশ।
স্বাস্থ্য বিভাগ জানায়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত জেলায় ১০৭ জনের নমুনা পরীক্ষা করে ৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৫৮৩ জনে পৌঁছেছে।
এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে জেলায় মারা গেছে ১৪৪ জন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ছয় হাজার ৯৫২ জন। বর্তমানে বাগেরহাটে করোনা আক্রান্ত ২০ জন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। বাকিরা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছে বলে স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে।
আরও পড়ুন: করোনা: চট্টগ্রামে মৃত্যু ৪, শনাক্ত ১১৬৭
এব্যাপারে বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ জানান, জেলায় ভ্যাকসিন কার্যক্রম জোরদার করা হয়েছে। বাগেরহাট সদর হাসপাতালসহ জেলার ২৪টি কেন্দ্রে প্রতিদিন গড়ে ১২ হাজারের ওপরে মানুষকে ভ্যাকিসন দেয়া হচ্ছে।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জানান, করোনা সংক্রমণ বাড়তে থাকায় বাগেরহাট জেলায় সব ধরনের সভা-সমাবেশ, সামাজিক অনুষ্ঠান ও জনসভাবেশ বন্ধ রাখা হয়েছে। করোনা সংক্রমণ রোধ করতে জেলার সর্বত্রই ব্যাপকভাবে জনসচেতনতামুল প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। স্বাস্থ্যবিধি লঙ্ঘন করলে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে।
আরও পড়ুন: বাগেরহাটে করোনা শনাক্তের হার ৫৪.৬৮ শতাংশ!
এদিকে স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা প্রতিদিন বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। মাস্ক ব্যবহার না করে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার অপরাধে এক সপ্তাহে বেশ কয়েকজনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।