চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও এক হাজার ১৬৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। নমুনা বিবেচনায় শনাক্তের হার ৩১ দশমিক ৯৭ শতাংশ। একই সময় মারা গেছেন আরও চার জন।
বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, বৃহস্পতিবার চট্টগ্রামের সরকারি-বেসরকারি ১৪টি ল্যাবে সর্বমোট তিন হাজার ৬৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে এক হাজার ১৬৭ জনের ফলাফল পজিটিভ আসে। এদের ৮৮৭ জন নগরের আর ২৮০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
আরও পড়ুন: ফরিদপুরের এসপিসহ ২ ইউএনও করোনায় আক্রান্ত
এছাড়া হাটহাজারীতে ৫৩ জন, লোহাগাড়ায় ১০, সাতকানিয়ায় পাঁচ, বাঁশখালীতে ১০, আনোয়ারায় ২৪, চন্দনাইশে ১২, পটিয়ায় ১৮, বোয়ালখালীতে ১৬, কর্ণফুলীতে এক, রাঙ্গুনিয়ায় ২৪, রাউজানে ৪০, ফটিকছড়িতে ৩২, মীরসরাইয়ে ১৬, সীতাকুণ্ডে ১১ ও সন্দ্বীপ উপজেলায় আট জন রয়েছে।
গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। গেল চার দিনে করোনায় আক্রান্ত হয়ে ১১ জন মারা গেছেন। এনিয়ে মৃতের সংখ্যা এক হাজার ৩৫৪ জনে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: সাবেক উপমন্ত্রী দুলু করোনা আক্রান্ত
এদিকে, আক্রান্ত রোগীর সংখ্যা এক লাখ ১৭ হাজার ২০০ জনে এসে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৮৫ হাজার ৫২৪ জন নগরের বাসিন্দা। বাকি ৩১ হাজার ৬৭৬ জন বিভিন্ন উপজেলার।