বাগেরহাটের মোল্লাহাটে একটি গোয়াল ঘর থেকে সাত শতাধিক শালিক পাখি উদ্ধার করা হয়েছে। শিকারিরা বিভিন্ন খাল-বিল থেকে ওই পাখি শিকার করে গোয়াল ঘরে আটকে রেখেছিল। শনিবার গভীর রাতে মোল্লাহাট থানা পুলিশ পাখি উদ্ধার করতে রাজপাট গ্রামের কাকা মিয়ার বাড়িতে অভিযান চালায়। তবে পাখি শিকার ও বিক্রির সঙ্গে যারা যুক্ত তাদের কাউকে আটক করতে পারেনি পুলিশ। রবিবার দুপুরে পাখিগুলো অবমুক্ত করা হয়েছে। পাখির ঝাঁক ফিরে গেছে আপন ঠিকানায়।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ জানান, রাজপাট গ্রামের কাকা মিয়ার বাড়িতে বিপুল সংখ্যক পাখি শিকার করে আটকে রাখা হয়েছে গোপন সূত্রে এমন-খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এসময় একটি গোয়ালঘর থেকে সাত শতাধিক শালিক পাখি উদ্ধার করা হয়। জাল দিয়ে ওই সব পাখি আটকে রাখা ছিল। পাখি শিকারের কাজে ব্যবহৃত বেশকিছু জাল জব্দ করা হয়েছে। অভিযানের খবর পেয়ে ওই বাড়ির সব লোকজন অন্যত্র পালিয়ে গেছে।ি
আরও পড়ুন: বাগেরহাটে মুদি দোকানিকে পিটিয়ে হত্যা, যুবক গ্রেপ্তার