বাজারে পণ্যের দাম স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে নিজ দপ্তরে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ সহযোগিতা চান।
আরও পড়ুন: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মজুতদারি রোধে কঠোর হবে সরকার: বাণিজ্য প্রতিমন্ত্রী
এ সময় প্রতিমন্ত্রী বলেন, দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোনো ঘাটতি না থাকলেও সরবরাহ চেইন ব্যাহত হওয়ায় ঘাটতি দেখা যাচ্ছে।
বাজার স্থিতিশীল করতে ব্যবসায়ী সম্প্রদায়ের সর্বাত্মক সহযোগিতা কামনা করে টিটু তার মন্ত্রণালয়ের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
এদিকে ঢাকা চেম্বারের সভাপতি আশরাফ আহমেদ সরকারকে ব্যবসায়ী সম্প্রদায়ের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
ডিসিসিআই ঊর্ধ্বতন সহসভাপতি মালিক তালহা ইসমাইল বারী, সহসভাপতি মো. জুনায়েদ ইবনে আলী এবং পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: পাট ও চামড়া খাতে বিনিয়োগে ইইউ ও যুক্তরাজ্যের প্রতি বাণিজ্য প্রতিমন্ত্রীর আহ্বান