নিম্ন আয়ের ৫০ লাখ পরিবার প্রতি মাসে ১৫ টাকা দরে ৩০ কেজি চাল সহায়তা পাবে।
বৃহস্পতিবার ২০২২-২৩ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, কর্মাভাবকালীন সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এবং মার্চ ও এপ্রিলে এই সহায়তা দেয়া হবে।
মন্ত্রী বলেন, জাতীয় বাজেটে দেশীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য সামগ্রীর সরবরাহ ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দেয়া হয়েছে।
মুস্তফা কামাল বলেন, কোভিড-১৯ মহামারির প্রভাবে বিশ্বব্যাপী খাদ্য উৎপাদন, সংগ্রহ, সংরক্ষণ এবং কৃষি বিপণন ব্যবস্থাসহ সার্বিক পণ্য উৎপাদন অভূতপূর্ব চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে।
তিনি বলেন, কোভিড-১৯ মহামারী থেকে সৃষ্ট সংকট সত্ত্বেও সরকারের সময়োপযোগী উদ্যোগের কারণে বাংলাদেশ নিরবচ্ছিন্নভাবে কৃষি উৎপাদন অব্যাহত রাখতে এবং খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জন করতে সক্ষম হয়েছে।
আরও পড়ুন: বাজেট ২০২২-২৩: কৃষি, খাদ্য ও মৎস খাতে ৩৩,৬৯৮ কোটি টাকা বরাদ্দ
বাজেট ২০২২-২৩: রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা