বিএনপিকে কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তারা (বিএনপি) নির্বাচন ও মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলেন, কিন্তু তাদের শাসনামলে প্রতিটি ধাপে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে।
প্রধানমন্ত্রী শনিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি সম্প্রদায়ের পক্ষ থেকে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যকালে এ কথা বলেন।
তিনি বলেন, ‘ভোট কারচুপিতে তারা (বিএনপি) চ্যাম্পিয়ন। এক কোটি ২৩ লাখ জাল ভোটারদের অন্তর্ভুক্ত করা থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নেই যা তারা করেনি।’
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ জনগণের অধিকারে বিশ্বাস করে এবং সেই অধিকার রক্ষা করে।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ এদেশে জনগণের ভোটাধিকার নিশ্চিত করেছে। আওয়ামী লীগ ক্যান্টনমেন্টে বন্দী অবস্থা থেকে জনগণের ভোটাধিকারের ক্ষমতা ফিরিয়ে দিয়েছে।’
আরও পড়ুন: বাংলাদেশ বিরোধী অপপ্রচারের উপযুক্ত জবাব দিন: প্রবাসীদের প্রধানমন্ত্রী
শেখ হাসিনা বলেন, ২০০৯ সাল থেকে গণতান্ত্রিক ব্যবস্থার ধারাবাহিকতার কারণে বাংলাদেশে সামাজিক উন্নয়ন ঘটেছে।
তিনি বলেন, বিএনপি বারবার অগ্নিসংযোগ, হত্যা, অবরোধ আরোপের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করার চেষ্টা করেছে।
জিয়ার পরিবারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া এতিমদের তহবিল অপব্যবহারের জন্য দুর্নীতির মামলায় এবং তার ছেলে তারেক রহমান মানি লন্ডারিং ও ১০ ট্রাক অস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন।
তিনি জানান, জিয়ার অপর ছেলে প্রয়াত কোকোর অবৈধভাবে লুটপাট করা অর্থও বাংলাদেশ সরকার ফেরত এনেছে।
তিনি বলেন, তার সরকার প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করে যাচ্ছে।
প্রবাসীদের প্রশংসা করে শেখ হাসিনা বলেন, তারা সব সময় বাংলাদেশের দুঃসময়ে পাশে থাকে।
আরও পড়ুন: নির্বাচন সুষ্ঠু হবে, বিএনপির উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: নিউইয়র্কে প্রধানমন্ত্রী