প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বর্তমানে বিদেশে অদক্ষ শ্রমিকের কোনো বাজার নেই। তবে দক্ষ জনশক্তির চাহিদা বেড়েছে।
রবিবার নওগাঁর রাণীনগর উপজেলায় নবনির্মিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: ঢাকা-ভাঙ্গা রুটে ট্রেন চলাচল শুরু হবে সেপ্টেম্বরে: রেলমন্ত্রী
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে সারাদেশে টিটিসি স্থাপনের উদ্যোগ নিয়েছেন।
তিনি বলেন, সরকার দক্ষ কৃষকদের বিদেশে পাঠানোর ব্যবস্থাও নিয়েছে, তবে কৃষকদের অবশ্যই তাদের দক্ষতার সার্টিফিকেট থাকতে হবে।
এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এ ধরনের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হচ্ছে এবং জনগণের দক্ষতা বৃদ্ধির জন্য পর্যায়ক্রমে প্রতিটি উপজেলায় প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের।
মন্ত্রী বলেন, প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে এমন একটি পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে প্রশিক্ষিত কর্মীদের প্রশিক্ষণের পরপরই বিদেশে পাঠানো যায়।
তিনি আরও বলেন, ৩৪ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে নির্মিত রাণীনগরের টিটিসিতে ৬টি ট্রেডে ৬ মাসব্যাপী প্রশিক্ষণ নিতে পারবেন ৮৮০ জন।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য মো. আনোয়ার হোসেন হেলাল, প্রকল্প পরিচালক সাইফুল হক চৌধুরী ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নির্বাচনের খেলা থেকে পালিয়ে যাবেন না: বিএনপিকে তথ্যমন্ত্রী