বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ দাবি করেছেন, গতমাসের চেয়ে চলতি মাসে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে। আগামী মাসে আরও উন্নতি হবে।
শনিবার বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি ঝুঁকিতে পড়েছে। এটি বিশ্বের জ্বালানি খাতে ব্যাপকভাবে অনিশ্চয়তা তৈরি করেছে।
আরও পড়ুন:সৌরবিদ্যুতের প্রধান প্রতিবন্ধকতা শুল্ক ও জমি: নসরুল হামিদ
বিপিডিবি’র চেয়ারম্যান মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কামাল আব্দুল নাসের চৌধুরি ও জ্বালানি সচিব হাবিবুর রহমান।
বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় জনগণকে আরও ধৈর্যশীল হওয়ার আহ্বান পুর্নব্যক্ত করে নসরুল হামিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে।
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে দেশে দৈনিক ১৬-১৮ ঘন্টা লোডশেডিং হতো।
তিনি আরও বলেন, সেই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ দেয়ার কর্মসূচি বাস্তবায়ন করেছেন।
নসরুল হামিদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেল অয়েল কোম্পানির পাঁচটি গ্যাসক্ষেত্র কিনে নিয়ে বলিষ্ঠ নেতৃত্বের প্রমাণ দিয়েছেন। সেগুলো থেকে দেশের গ্যাসের চাহিদার ৪০ শতাংশ পূরণ হচ্ছে।
তিনি বিদ্যুত পাওয়াকে সাংবিধানিক অধিকার হিসেবে উল্লেখ করে প্রত্যন্ত অঞ্চলের মানুষের বিদ্যুৎ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: বিদ্যুতের সংকট বেশিদিন থাকবে না: নসরুল হামিদ
গ্যাস ও বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান নসরুল হামিদের