ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা, তাদের চতুর্থ বর্ষের পরীক্ষার ফল বাতিল ও পুনরায় বিশেষ পরীক্ষা নেওয়ার দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করেছে। মঙ্গলবার দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তারা অবরোধ কর্মসূচী পালন করে।
ঢাবি অধিভুক্ত সাত কলেজের ২০১৫-১৬ সেশনের স্নাতক চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফলে বিপর্যয় হয়েছে। যার কারণে অকৃতকার্য শিক্ষার্থীরা মাস্টার্সে ভর্তি হতে পারেনি।
এসময় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে সাধারণ যাত্রীদের ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
শিক্ষার্থীরা তাদের পরীক্ষার ফলাফলকে ‘ধ্বংসাত্মক’ বলে অভিহিত করেছেন। কারণ পরীক্ষায় বেশিরভাগ শিক্ষার্থীই ইংরেজিতে ফেল করেছে। এ কারণে অনেকেই মাস্টার্সে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হতে পারে।
ঢাকা কলেজের ছাত্র আল-আমিন ইউএনবিকে বলেন, সোমবার তারা ঢাবি অধিভুক্ত সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজের প্রিন্সিপাল আইকে সলিমুল্লাহর সাথে দেখা করলেও, তিনি তাদের দাবি মানেন নি।
আরও পড়ুন:সাত কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ