মঙ্গলবার ভোর ৬টা থেকে বেলা ১টা পর্যন্ত এই ধর্মঘট চলে।
আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে খানাখন্দে ভরপুর জনগুরুত্বপূর্ণ ‘বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক ও রামপাশা-সিঙ্গেরকাছ সড়কে সংস্কার কাজ শুরু করা হবে বলে আশ্বাস দিয়েছে প্রশাসন। এরপরই ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়।
তবে ২৩ সেপ্টেম্বরের মধ্যে সড়কে সংস্কার কাজ শুরু করা না হলে ২৪ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে পুনরায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকার ঘোষণা দিয়েছেন পরিবহন শ্রমিকরা।
ধর্মঘটের কারণে সৃষ্ট জনদুর্ভোগ কমানোর জন্য স্থানীয় রাজনীতিবীদ, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক ও পরিবহন শ্রমিক নেতাদের উপস্থিতিতে সকালে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল সভাপতিত্ব করেন।
ওই সভা থেকেই প্রশাসনের পক্ষ থেকে পরিবহন শ্রমিকদেরকে আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে সড়কের সংস্কার কাজ শুরুর আশ্বাস প্রদান করা হয়। এসময় মোবাইলের মাধ্যমে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়াও পরিবহন শ্রমিকদেরকে দ্রুত সড়ক সংস্কারের আশ্বাস প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মুসা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সিলেট-বিশ্বনাথ-জগন্নাথপুর-লামাকাজী-টুকেরবাজার শ্রমিক উপকমিটির সভাপতি ফজর আলী মেম্বার, সাধারণ সম্পাদক মো. শাহজাহান।