ভারতে পাচারের সময় বেনাপোলের শিকারপুর সীমান্ত থেকে প্রায় সোয়া দুই কোটি টাকা মূল্যের ২০ টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি সদস্যরা।
সোমবার সকালে শিকারপুর সীমান্তে অভিযান চালিয়ে একটি সরিষা খেত থেকে স্বর্ণ জব্দ করে বিজিবি।
বিজিবি জানায়, শিকারপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার হয়ে ভারতে যাচেছ এমন ধরনের গোপন খবর পেয়ে বিজিবির একটি টহলদল সেখানে অবস্থান নেয়। সরিষা খেতে অবস্থান করা তারিকুল ইসলাম তারেক নামে এক ব্যক্তিকে বিজিবি তাকে ধাওয়া দিলে সে একটি কাপড়ের ব্যাগ ফেলে পালিয়ে যায়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ, এনজিও পরিচালক আটক
পরে ব্যাগ তল্লাশী করে দুই কেজি ৩৩০ গ্রাম ওজনের ২০ টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের মূল্য ২ কোটি ১৮ লাখ টাকা বলে জানায় বিজিবি।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, ভারতে পাচারের সময় শিকারপুর সীমান্ত থেকে বিজিবির সদস্যরা দুই কেজি ৩৩০ গ্রাম ওজনের ২০ টি স্বর্ণের বার জব্দ করেছে। তবে পাচারকারী তারিকুল ইসলাম তারেক পালিয়ে যায় ভারতে। এ ঘটনায় থানা একটি মামলা হয়েছে।
আরও পড়ুন: বেনাপোল সীমান্তে ৮২টি স্বর্ণের বার জব্দ