দেশে ও বিদেশে ব্যবসা সম্প্রসারণের জন্য পণ্য, এর চাহিদা ও গুণগতমান নির্ধারণে গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘আমি সবসময়ই গবেষণার ওপর গুরুত্ব দিই। এটা ব্যবসা-বাণিজ্যেও প্রয়োজন। গবেষণার মাধ্যমে আপনাকে পণ্য, এর চাহিদা ও গুণগতমান নির্ধারণ করতে হবে।’
শনিবার ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু
প্রথমবারের মতো রাজধানীর উপকণ্ঠে পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এ মেলা শুরু হয়েছে।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে শেখ হাসিনা বার্ষিক এ মেলার উদ্বোধন করেন।
বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যৌথ আয়োজনে মেলার অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সভাপতিত্ব করেন।
বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) মো. জসিম উদ্দিন ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান অনুষ্ঠানে বক্তব্য দেন।
দেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে রপ্তানি পণ্যের মান বজায় রাখা ও বৃদ্ধি করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আপনাকে নিজেই ব্র্যান্ড তৈরি করতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে।’
আরও পড়ুন: স্বপ্নের পদ্মা সেতু পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
সরকারের আর্থিক কূটনীতি নিয়ে তিনি বলেন, ২৩টি দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে পিটিএ বা এফটিএ বা অন্য যে কোনো ধরনের চুক্তি স্বাক্ষরের জন্য সরকার জরিপ কাজ শেষ করেছে।
শেখ হাসিনা বলেন, করোনা মহামারির সময় বিভিন্ন দেশের মতো বাংলাদেশের অর্থনীতি সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়েনি।
করোনার সময় দেশের অর্থনীতি সচল রাখতে সর্বাত্মক প্রচেষ্টার জন্য অংশীজনদের প্রধানমন্ত্রী ধন্যবাদ জানান।
তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমাদের জিডিপি আট শতাংশ অতিক্রম করেছে। তবে হালকা ধাক্কা খেয়েছিল। তবে আমি বিশ্বাস করি আমরা এ বাধা অতিক্রম করতে পারব।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর অনুমোদনের পর ড্যাপ গেজেট আকারে প্রকাশ হবে
অর্থনীতির চাকা সচল রাখতে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ ও প্রণোদনা প্যাকেজের কথা সংক্ষিপ্তভাবে তুলে ধরেন শেখ হাসিনা।
বাংলাদেশি পণ্য রপ্তানির জন্য নতুন নতুন বাজার খোঁজ করা এবং পণ্যের মধ্যে বৈচিত্র্য আনতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, দেশের অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারে চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের দিকে দৃষ্টি রেখে কৃষিভিত্তিক পণ্য উৎপাদনের জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: দেশের প্রতিটি নাগরিককে টিকা গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর