ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা এলাকায় বিদেশি অস্ত্র জব্দ করা হয়েছে। এসময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তার ব্যক্তিরা হচ্ছেন- খৈয়াসারের মৃত মো. শামসু মিয়ার ছেলে মান্না (২৫) এবং মৌলভী হাটি, কাজীপাড়ার মো. সামসু উদ্দিনের ছেলে মো. শফিউল আলম সাগর (২৪)।
আরও পড়ুন: শৈলকুপায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা এলাকায় অস্ত্র কেনা-বেচার সময় ঘাটুরা সাকিনস্থ লতিফিয়া জামে মসজিদের সামনে কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কের পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে দুজনকে গ্রেপ্তার করে।
এসময় আসামি মান্নার কাছ থেকে একটি বিদেশি রিভলবার এবং আসামি মো. শফিউল আলম সাগরের কাছ থেকে অস্ত্র কেনার জন্য আনা নগদ ৮হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
আরও পড়ুন: সিলেটে তালাবদ্ধ ঘর থেকে স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার